মিথিলা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের কলকাতার পরিচালক রাজর্ষি দের পরিচালনায় পশ্মিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন মিথিলা। সম্প্রতি রাজর্ষি দের ‘মায়া’ সিনেমায় অভিনয় করেছেন মিথিলা। কলকাতার কিছু সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, রাজর্ষি দে তৃণমূল নেতা মদন মিত্রকে নিয়ে একটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন। সেই সিনেমাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলাকে নেওয়ার কথা ভাবা হচ্ছে।
পরিচালক রাজর্ষি দে মিথিলাকে কোন চরিত্রে রাখবেন তা নিয়ে কিছু বলেননি। তবে মিথিলা থাকছে সিনেমাটিতে এ কথা স্বীকার করলেন। মদন মিত্রের চরিত্রে বলিউডের পঙ্কজ ত্রিপাঠী বা টালিগঞ্জের শ্বাশত চট্টোপাধ্যায়কে পছন্দের তালিকায় রেখেছেন রাজর্ষি।
সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছর।
মিথিলা ‘মায়া’ ছবির প্রচারণায় ব্যস্ত। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয়ের ব্যাপারে কিছুই জানেন না এমনটাই বললেন।