রাবেয়া খাতুন নামের একটি মেয়ে ছাড়া কেউ নেই তাঁর। গতবছর থেকে ভুগছিলেন কিডনি ক্যন্সারে। অর্থ সমস্যা ছাড়াও করোনার দীর্ঘ লকডাউনে চিকিৎসা একেবারেই বন্ধ ছিল।খুলনার খালিসপুরের বৃদ্ধা সেলিনা বেগম এখন সংকটাপন্ন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের নন পেয়িং বেডে অচেতন পড়ে আছেন। চিকিৎসা বন্ধ একমাত্র মেয়ে রাবেয়া খাতুন হাসপাতালে মায়ের পাশেই থাকতে পারছেন শুধু।
এই মায়ের একমাত্র মেয়ে রাবেয়া খাতুন
বিকাশ নাম্বার পার্সোনাল
01923778452
মায়ের চিকিৎসায় জরুরি ওষুধ কিনতে পারছেন না রাবেয়া খাতুন।
রাবেয়া খাতুন উইম্যানভয়েসবিডিকে বলেন, গত বছরে মা কিডনি ক্যান্সারে আক্রান্ত হন। সময়মত অপারেশন করতে না পারায় মায়ের অবস্থা সংকটাপন্ন।
রাবেয়া খাতুন বলেন, আমাদের পরিবার অর্থনৈতিকভাবে স্বচ্ছল নয়। বাবা বেঁচে নেই। মায়ের কোন ছেলে নেই। আমি একমাত্র মেয়ে। আমার সাধ্যমত চেষ্টা করেছি মায়ের চিকিৎসা করতে।
ব্যাংক একাউন্ট নাম্বার
2714401011139
মোসাঃ রাবেয়া খাতুন
সোনালী ব্যাংক লিঃ
খালিশপুর,খুলনা।
ওষুধের খরচও ব্যয়সাপেক্ষ জানিয়ে রাবেয়া খাতুন বলেন, ‘প্রতিদিনের ওষুধেই ২ থেকে ৩ হাজার টাকা ব্যয় হয়। আজ এখনও ওষুধ কিনিনি। মায়ের চিকিৎসার জন্য অর্থ সাহায্য প্রয়োজন।’
সামর্থ্যবান মানুষের কাছে সাহায্য চেয়ে রাবেয়া খাতুন বলেছেন, ‘আমার বৃদ্ধা মায়ের জন্য যেটুকু সম্ভব সাহায্য করুন। অর্থের অভাবে এখন চিকিৎসা প্রায় বন্ধ।’