করোনা আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর পর এগিয়ে আসেনি কোন আত্মীয়-পরিজন। মৃত্যুর পর স্বামীর মুখাগ্নি (শেষকৃত্য) করলেন স্ত্রী উমা রানী দাস। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ নগরীতে।
উমা রানী দাস ময়মনসিংহের সহকারী জেলা ও দায়রা জজ।
জানা গেছে, রোববার (৭জুন) উমা রানী দাসের স্বামী ড. দেবাশীষ দাস (৫২) ঢাকার ময়মনসিংহ জেলার এস.কে হাসপাতালে ভেন্টিলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি শ্বাসকষ্ট নিয়ে শনিবার ( ৬ জুন) হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন।
পরে ড. দেবাশীষের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হলে রিপোর্টে তাকে পজিটিভ পাওয়া যায়।
মৃত্যুর পর কোন আত্মীয়-স্বজন এগিয়ে না আসায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিয়ে স্ত্রী নিজেই শেষকৃত্য করে বিদায় দিলেন স্বামীকে।
ময়মনসিংহের বলাশপুর শ্মশান ঘাটে ড. দেবাশীষ দাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ড. দেবাশীস ঢাকার ফকিরা গ্রুপের গার্মেন্টস বিভাগের এইচআর বিভাগের প্রধান ছিলেন। তার বাড়ি ঢাকার সাভার উপজেলার শিমুলিয়ায়।