মুন্সিগঞ্জের একটি কারখানায় কাজ করতেনি শিশুটির মা। মায়ের সাথে দেখা করে ফেরার পথে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৩২ বছর বয়সী যুবক মহসিন। ঘটনাটি ২০১৭ সালের। অভিযুক্ত মহসীনের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিল মো. মহসিন।
বুধবার দুপুরে মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেনের আদালত এ রায় দেন। শিশু ধর্ষক মহসিন মুন্সগঞ্জ সদর উপজেলার রঘুরামপার এলাকার মৃত আফতাব আলীর ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ২৯ নভেম্বর সকালে সদর উপজেলার ফিরিঙ্গিবাজার এলাকায় কারখানায় কর্মরত মায়ের কাছ থেকে নিজ বাসায় ফিরছিল শিশুটি। পথ থেকেই তাকে তুলে নিয়ে ধর্ষণ করে মহসিন। এ ঘটনায় পরদিন মুন্সিগঞ্জ সদর থানায় শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন/২০০৩) এর ৯(১) মামলা দায়ের করলে মহসিনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তদন্ত ও আদালতের সাক্ষ্য প্রমাণে সে দোষী বলে প্রমাণিত হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।