
মিম ও রাজকে জড়িয়ে পরিমনির একটি ফেসবুক স্ট্যটাসের প্রেক্ষিতে শরীফুল রাজের সাথে আর অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত জানিয়েছেন ঢালিপাড়ার নায়িকা বিদ্যা সিনহা মিম।
পরীমনি ওই স্ট্যটাসে স্বামী শরীফুল রাজ এবং বিদ্যা সিনহা মিমকে ট্যাগ করেন। সেখানে তিনি মিমের উদ্দশ্যে নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দিয়েছিলেন । অন্যদিকে চিত্রনায়ক স্বামী রাজের উদ্দেশে এই নায়িকা লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার।’ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যপক সমালোচনার সাড়া ফেলেছে ।
পর্দায় যখন মিম ও রাজ জুটির সিনেমার সাফল্য নিয়ে গল্প চলছিল ঠিক তখনি ঢালিউড অভিনেত্রী পরীমনির এমন স্ট্যটাসের প্রেক্ষিতে বিন্যা সিনহা মিম একটি সংবাদপত্রকে জানিয়েছেন, ‘রাজের সঙ্গে ‘দামাল’ ছবির প্রচার থেকে শুরু করে রাজের স্ত্রী পরীমনি ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে যে সব ঘটনা ঘটিয়েছেন, তাতে রাজের সঙ্গে আর কাজ না করাই উত্তম। তাই আর তাঁর সঙ্গে কাজ করব না। শুধু তাই-ই নয়, আমার জন্মদিনেও ট্যাগ করে ফেসবুকে আমাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। আমি অবাক হয়েছি। এতে করে বিয়ের পর আমার প্রথম জন্মদিনটাই রংহীন হয়ে গেছে। এ সব দেখে আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন।
মিম আরো বলেন, ‘রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো গেছে আমার। রাজ খুব ভালো সহশিল্পী। রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ সিনেমায় মিম চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু এখন আর রাজের বিপরীতে কাজ করব না।এ কথা বলে জানান পরিচালককে।’ রাজের সঙ্গে জুটি বেঁধে আর সিনেমা করবেন না বলে স্রেফ জানিয়ে দিলেন আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম। একটি সিনেমা কিংবা নাটক করতে গেলে রোমান্টিক দৃশ্য থাকতেই পারে। যেখানে হাত ধরা নিয়েই প্রশ্ন তোলা হয়, সেখানে রোমান্টিক দৃশ্যে কীভাবে অভিনয় করব?
বিদ্যা সিনহা মিম ও রাজ জুটি বেঁধে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি করার পর ব্যাপক সাড়া পেয়েছিলেন । যে সিনেমাটি গত কয়েক বছরের মধ্যে একটি আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা। ‘পরাণ’ সুপারহিট হওয়ার নতুন সিনেমা ‘ দামাল ’ মুক্তি পায় সম্প্রতি। ছবিটি এখনো মাল্টিপ্লেক্সগুলো ভালো যাচ্ছে।
এখন রাজের সঙ্গে এসব দৃশ্য করতে গেলে তাঁদের পরিবারে আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। তাতে আমার ও আমার পরিবারের জন্য মানসম্মান ক্ষুণ্ন হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি। আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক ।
নিজের ক্যারিয়ার নিয়ে মিম বলেন, ‘সবার ভালোবাসায় আমি ক্যারিয়ারের সুন্দর সময় পার করছি। সবার প্রতি সম্মান করেই বলছি, শোবিজ আমাকে অনেক দিয়েছে। আমি সুন্দরভাবে কাজ করতে চাই।’