নারী নির্যাতন না যৌন নির্যাতন?
নারী নির্যাতন আর যৌন নির্যাতন দুইটা বিষয় আলাদা করে দেখার আছে। সিলেট আর নোয়াখালীর দুইটা ঘটনাই যৌন নির্যাতন। নারী নির্যাতন নাম দিয়ে ব্যপারটাকে একদিকে ঠেলে দিবেন না। তাদের সাথে থাকা পুরুষদেরও বেঁধে রাখা হইছে, তাদের জ্ঞাতসারে স্ত্রীকে রেপ করাটা ভয়াবহ পর্যায়ের যৌন নির্যাতন। ভিকটিম শুধু নারী নয়, এখানে পুরুষ ভিকটিম আছে যাকে ইনটেনশনালি ইগনোর করা হচ্ছে।
উদ্দেশ্য যৌনতা ক্ষমতা এখানে টুল
পুরুষ রেপ করেনাই ক্ষমতা রেপ করছে এই ধরনের ফালতু কথা বাদ দেন। ক্ষমতা সবসময়ই কারো না কারো হাতে থাকে। যৌনতার উদ্দেশ্যে ক্ষমতা ব্যবহার করা হইছে এইখানে, অর্থাৎ উদ্দেশ্যটা যৌনতা, ক্ষমতা এইখানে টুল।
সেক্স পারচেজের অপশন থাকলে হয়তো যৌন উদ্দেশ্যে ক্ষমতার ব্যবহার কমতে পারতো৷ সেক্স পারচেজ এভেইলেবল না করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কতদিন রেপ ঠেকানো সম্ভব? এই বিষয়ে কথা বলতে রাজি না এই প্রতিশোধপরায়ন জাতি। এরা শুধু ফাঁসি চায়।
এথিক্যাল জাজমেন্ট
নোয়াখালীর রেপিস্টদের সাথে আমাদের একটা গভীর মিল আছে। ওরা একটা এথিক্যাল জাজমেন্ট হাজির করে তার শাস্তি হিসেবে নারীটিকে এই নির্যাতন করে যাচ্ছিল। আমরাও একটা এথিক্যাল জাজমেন্ট হাজির করে ওই রেপিস্টদের শাস্তি নির্ধারণ করে ফেলেছি, ক্রসফায়ার দিয়ে দিচ্ছি। ওরা রেপিস্ট, আর আমরা খুনি; বোথ অব আস আর ক্রিমিনাল।
ওরা ধরা খাইছে, আমরাও ধরা খেতে যাচ্ছি, বিলিভ মি।
সবার চিন্তা এক না
সবার চিন্তাভাবনা একরকম না। কেউ কেউ পুষ্টির অভাব নিয়া বড় হইছে, ব্রেইন ঠিকঠাক পরিপুষ্ট হয়নাই। ফলে এদের বোঝাপড়ায় ঘাটতি থেকে যায়, উল্টাপাল্টা কমেন্ট করে বসে, এইসব কমেন্টের স্ক্রিনশট নিয়ে ছড়ায়ে বেড়ানোর কিছু নাই।
প্রাথমিক হাইপটা কেটে যাবার পর একটু ভেবে বলেন তো, জুডিশিয়াল জাজমেন্টের জন্য কি কি এলিমেন্ট হাজির আছে? নোয়াখালীর এই মামলায় রেপ প্রমাণ করা প্রায় অসম্ভব। এদের সর্বোচ্চ শাস্তি হইতে পারে বড়জোর ৭-১০ বছরের কারাদণ্ড।
পাবলিকের স্যাটিসফেকশনের জন্য হয়তো দুই একটারে ক্রসফায়ার করে দিবে। ঘটনা এইখানেই শেষ। এইভাবে রেপ ঠেকাবেন?
ছেলেমেয়েদের প্রেম করতে দেখলে প্রকাশ্যে কানে ধরে উঠবস করানো হচ্ছে। কোন কাপল মিউচুয়াল সেক্স করতে চাইলে তাদেরকে অসামাজিক কার্যকলাপের নাম দিয়ে চরিত্রহনন করা হচ্ছে। যৌনতার সকল পথ বন্ধ। সেক্স গেজেটস ইমপোর্ট নিষিদ্ধ। ভালোবেসে সেক্স করা যাবে না, টাকা দিয়ে সেক্স করা যাবে না তাহলে তো ক্ষমতা ব্যবহার করে রেপ করা ছাড়া আর উপায় রাখেন নাই আপনারা এই এথিক্যাল লোকেরা। এখন অবদমিত যুবক যুবতিরা করবেটা কী? আমরা নিজেরাই রেপিস্ট উৎপাদন করতেছি এবং তাদের ধরে ধরে মেরে ফেলতেছি। এই বৃত্তটা ভাঙতে পারবেন?