গাজীপুরে ৪ বছর বয়সী শিশু বাড়ির উঠোনে খেলা করার সময় ঘরে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে । পরে ওই শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয় । এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে গণধোলাই করে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ মিলে পুলিশে সোপর্দ করে ।
অভিযুক্তের নাম আশরাফ শেখ (২৮) । বাবার নাম সোলেমান শেখ । অভিযুক্ত ছিলেন স্থানীয় একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে (১২ এপ্রিল ২০২২) কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে । এ ঘটনায় শিশুটির বাবা কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। কালীগঞ্জ থানার ওমি মো. আনিসুর রহমান জানায় , ‘’ নারী ও শিশু আইনে নির্যাতন থানায় মামলা রিজু করা হয়েছে ” ।
বুধবার বিকালে ভিকটিমের ২২ ধারা জবানবন্দির জন্য গাজীপুর আদালতে প্রেরণ করে কালীগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা ও ভুক্তভোগীর মা বলেন, দুপুরে ভুক্তভোগী শিশু অন্য শিশুদের সঙ্গে বাড়ির উঠোনে খেলা করছিল। একপর্যায়ে অভিযুক্ত প্রতিবেশী আশরাফ ওই শিশুকে তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে শিশু কান্নাকাটি শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসতে ওই অভিযুক্ত লম্পট আশরাফ পালিয়ে যায়। পরে তার ঘর থেকে ওই শিশু আহত উদ্ধার করে স্থানীয়রা।
শিশুর নিকট থেকে ঘটনার বিস্তারিত শুনে বিকালে জামালপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীর পরিবার। পরে বিকালে স্থানীয়দের মাধ্যমে গ্রামপুলিশ অভিযুক্ত আশরাফকে এলাকা থেকে আটক করে জামালপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে ইউপি চেয়ারম্যান খাইরুল আলম প্রাথমিক তদন্ত ও শিশুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত আশরাফকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান খাইরুল আলম বলেন, প্রাথমিক তদন্ত ও শিশুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে সন্ধ্যায় অভিযুক্তকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ যোবায়ের এবং কালীগঞ্জ থানার এসআই শামীম মিয়া বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ থেকে আশরাফকে থানায় নিয়ে আসা হয়েছে।