জয়পুরহাটে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইছাহাক আলী (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত ইছাহাক আলী ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাদরাসাছাত্রীর বাবা-মা মেয়েকে বাড়িতে রেখে কর্মস্থলে যান। মঙ্গলবার দুপুরে সে পাশের বাড়িতে যায়। সেখানে একা পেয়ে ইছাহাক আলী ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় বুধবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয় মানবাধিকার কর্মী ফেরদৌসী রানা চৌধূরী বলেন, পৈশাচিক এ ঘটনায় জড়িত অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে। সেইসঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে