শুরুটা করেছিলেন ইউটিউবার হিসেবে। তার ইন্সস্টাগ্রাম হ্যান্ডলে ছিল পাহাড়ের ভ্রমন ভিডিও, ফ্যাশন আইডিয়া ও ঠোঁট মেলানো গান। প্রথম পরিচিতি পেয়েছিলেন নিজের হোম স্টুডিওতে “দ্যা ভিয়েঙ্গে বারে” গানটি গেয়ে। যার কথা বলছি তিনি ভার্চুয়াল জগতে এখন ট্রেন্ডিংয়ে। শ্রীলংকার সিংহালীর মেয়ে ইয়োহানি ডি সিলভা। মানিকে মাগে হিতের পর এবার আবারও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার তুঙ্গে হিন্দি সিনেমা ওম শান্তি ওমের “তুমকো পায়া হ্যায়তো য্যায়সে খোয়্যাহু” গানটি গেয়ে। নিজ হাতে ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গানটি যখনি তিনি করছিলেন শুনেই বুঝা যাচ্ছিলো গানটি তিনি ভালই রপ্ত করেছেন। তার কণ্ঠে গানটি যেন নতুন করে জনপ্রিয়তা পেল।
সোশ্যাল মিডিয়ায় মানিকে মাগে হিতে ছাড়াও তার অন্য জনপ্রিয় গানগুলো হচ্ছে বাংলা “পরমা সুন্দরী”, “পানি পানি”, জালিমা কোকোকোলা পিলাদো” ইত্যাদি। তিনি নিজের সিংহালী ভাষা ছাড়াও বাংলা ফোক সং, হিন্দি রেপ সং, ইংরেজি রেপ সং ও তামিল ভাষায়ও গান করেছেন। শ্রীলংকান এ গায়িকার লাস্যময়ী ছবি ও গানের ভিডিও এখন সোশ্যাল দুনিয়ায় ভাইরাল।
সিংহালী ভাষার মানিকে মাগে হিতে গানটি আমাদের ভাষার না হলেও কেবল তার আবেদনময়ী ভঙ্গি ও তার নিজস্ব গায়কীর কারণে গানটি বাংলাদেশেও দারুন হিট। গানের ভাষাটি বুঝা সম্ভব না হলেও সুরেই মুগ্ধ শ্রোতারা। ইউটিইবে তার গানটি এরইমধ্যে মিলিয়ন ভিউজ অতিক্রম করে ফেলেছে। ইয়োহানির এ গানটি জোড়া গলায় গাওয়া হয়েছিল তবে নারী কণ্ঠটি মাত করে দিয়েছে সবাইকে। ইয়োহানির গানটির নানারকম ভাষার ভার্ষন বেরুচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ইয়োহানি ডি সিলভা শুধু গায়িকা নন তিনি গান লেখেন ও সুরও করেন।
তিনি তার গানের ক্যারিয়ার শুরু করেছেন ইউটিউবের মাধ্যমে। পড়াশোনা করেছেন লজিস্টিক বিষয়ে শ্রীলংকার কলম্বো শহরে। তিনি জন্মেছেন শ্রীলংকার সিংহালীতে। তার বাবা একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার আর মা একজন এয়ারহোস্টেস। তিনি নিজের দেশ ছাড়াও বাংলাদেশ ও মালেয়েশিয়া ভ্রমন করেছেন। তার এয়ারহোস্টেস মা তাকে গানকে প্যাশন হিসেবে নিতে অনুপ্রেরণা দিয়েছেন। আর ইতিমধ্যে তিনি খ্যাত হয়েছেন শ্রীলংকান রেপ প্রিন্সেস হিসেবে।