হ্যান্ডলুম সাদা শাড়িতে পূর্ণ ছিল লতা মঙ্গেশকর ওয়ারড্রব। সবসময় পরতেনও সাদা শাড়ি। সাদার সঙ্গে কখনও লাল, কখনও নীল পাড় শোভা পেতো। সেই পাড়জুড়ে কখনও থাকতো জরির ভারি কাজ। কিন্তু শাড়ির জমিন সবসময় সাদাই থাকতো। কেন সবসময় সাদা শাড়ি পরতেন উপমহাদেশের কিংবদন্তি এই সংগীতশিল্পী?
সাদা রঙ খুব পছন্দ করতেন লতা মঙ্গেশকর। সাদার শুদ্ধতা ধারণ করতেন অন্তরে। এটাও তার সাদা শাড়িপ্রীতির অন্যতম কারণ। সাদা শাড়ি, দুই পাশে দুই বেণি ও কপালে গোলাকার টিপ- এই ফ্যাশনেই একসময় দুর্দান্ত ছিলেন লতা। বলিউডের তারকা স্টাইলিস্ট ইশা বনশালি বলেন, ‘সাদা শাড়ি তার সিগনেচার ছিল। মিষ্টি সুরেলা গলার সঙ্গে এই ফ্যাশন যেন ট্রেন্ড সেট করে ফেলেছিল।’
২০১৩ সালে বলিউড হাঙ্গামা পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে লতা বলেছিলেন, ‘এক অনুষ্ঠানে আমি রঙিন শাড়ি পড়ে গিয়েছিলাম। কিন্তু পেছনে থাকা কোরাস শিল্পীরা আমাকে দেখে ভীষণ হাসাহাসি করেছিল। এরপর ঠিক করেছিলাম আর কখনও রঙিন শাড়ি পরবো না!’
সাদা শাড়ির পাশাপাশি হীরার গয়নাও খুব পছন্দ করতেন লতা। হীরার গয়নার চমৎকার সংগ্রহ ছিল তার। ২০০৫ সালে টেলিগ্রাফ ইন্ডিয়াকে বলেছিলেন, ‘আমার জন্য বিশেষভাবে তৈরি করা একটি হীরার আংটি উপহার পেয়েছি। এতে আমার নামের আদ্যাক্ষর লেখা আছে। হীরা আর রুবির এই আংটিটি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ।’