সাহস সিনেমার ফার্স্টলুক প্রকাশ
তরুণ নির্মাতা সাজ্জাদ খানের প্রথম সিনেমা ‘সাহস’। মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিয়া হক অর্ষাকে জুটিবদ্ধ করে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি।
অনেক কাঠখড় পুড়িয়ে মুক্তির অনুমতি পেয়েছিল সিনেমাটি। গত ১৪ সেপ্টেম্বর সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন নির্মাতা। ফেসবুকে তা শেয়ার করে লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম সিনেমা অবশেষে সব ঝড়-ঝাপটা অতিক্রম করেই আসছে ‘সাহস’। ধন্যবাদ সবাইকে যারা পাশে ছিলেন।”
সোমবার (৭ জানুয়ারি) প্রকাশ হয়েছে সাহস সিনেমার ফার্স্টলুক। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে এটি। নির্মাতা জানান, সিনেমাটির মুক্তি নিয়ে ভাবছেন। সুন্দর একটি তারিখ দেখে এটি মুক্তি দেওয়া হবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানানো হবে।
একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরা হয়েছে সাহস সিনেমায়। বাগেরহাটের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয়েছে সিনেমাটির।
‘সাহস’ সিনেমায় নীলা চরিত্রে অভিনয় করেছেন অর্ষা। আর ইমরান অভিনয় করেছেন রায়হান চরিত্রে। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন খায়রুল বাসার, রাজু, তুর্য এবং বাগেরহাটের রেপার্টরি থিয়েটারের সদস্যরা।
এর আগে দুই দফা সেন্সর বোর্ডে আটকে ছিল সিনেমাটি। অশ্লীল সংলাপ, গালাগালি আর ভায়োলেন্স থাকায় এটিকে ‘প্রদর্শন অযোগ্য’ ঘোষণা করেছিল সেন্সর বোর্ডের সদস্যরা। পরে আপত্তিকর অংশগুলো বাদ দিয়েই সেন্সর বোর্ডে পাঠানো হয়েছিল সিনেমাটি। প্রদর্শনের পর তা মুক্তির অনুমতি দেন বোর্ডের সদস্যরা।