“হাই ক্যারল, আমি জানি তুমি সেকেন্ডহ্যান্ড গুডস পছন্দ কর। তাই এই পুরনো বিয়ের গাউনটিও তুমি পছন্দ করবে। এটি আমি পরেছিলাম যখন আমি তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছিলাম।”
ব্রিটেনের এসেক্সে বসবাসকারী ৫৭ বছর বয়সী নারী এমন চিঠি লিখে প্রিয় বান্ধবীর বাসার সামনে রেখে আসেন তার বিয়ের গাউন। তার প্রিয় বান্ধবী ও তার স্বামী যখন পরস্পর প্রেম বিনিময় করছিলেন প্রতারিত বোধ করে এমন কাণ্ড ঘটান কেরেন ডিনেন নামের ওই ব্রিটিশ নারী।
ডেইলি মেইল প্রকাশিত খবর থেকে জানা যায়, প্রিয়তম স্বামী টেরি লভেল যখন তার সাথে প্রতারণা করেন তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। স্ত্রীর প্রিয় বান্ধবীর সাথেই সম্পর্কে জড়িয়েছিলেন তার স্বামী টেরি লভেল। এ ঘটনায় তাদের ১৯ বছরের বিবাহিত জীবন ডিভোর্সে পরিণতি পায়। ২০১৫ সালে টেরি লভেল ও কেরেন ডিনেনের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।
তবে এ ঘটনাকে তিনি ততটাই সাধারণভাবে “লেট গো” হিসেবে নিতে পারেননি। তাই তিনি অত্যন্ত সৃষ্টিশীল উপায়ে প্রতিশোধ নিলেন প্রাক্তন স্বামী ও নিজের প্রিয় বান্ধবীর উপর। তিনি তার বিয়ের গাউনটি প্রাক্তন স্বামীর প্রেমিকা এবং নিজের প্রিয় বন্ধুকে ডোনেট করেন লিখে ফেলেন শ্লেষ ভরা চিরকুট।
প্রিয় বান্ধবীর উঠোনে বিয়ের গাউনটি রেখে চিরকুটে লেখেন,” হাই ক্যারোল, আই নো ইউ লাভ সেকেন্ডহ্যান্ড গুডস। সো থট ইউ মাইট লাইক দ্যা ড্রেস, আই ওর হয়েন আই ম্যারিড ইউর বয়ফ্রেন্ড।”
ডেইলি মেইলকে ওই নারী জানিয়েছেন তার স্বামীর সাথে তার ১৯ বছরের দাম্পত্য এবং বান্ধবীর সাথে ২৫ বছরের বন্ধুত্ব ছিল।