পৃথিবীর অন্যান্য সব দেশের মত ডিভোর্স বাড়ছে সৌদি আরবেও। প্রতি ঘণ্টায় ডিভোর্স হচ্ছে ৭টি অন্যভাবে বলতে গেলে প্রতি ১০ বিয়েতে ভাংছে ৩ টি বিয়ে। দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স এ তথ্য দিয়েছে। গাল্ফ নিউজের বরাতে এ তথ্য পাওয়া গেছে। মজার বিষয় হল দেশটির কঠোর ইসলামি শরীয়া আইন বলবত থাকা সত্বেও বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই ডিভোর্সের আবেদন করেছেন।
‘তালাকে খুলা’ পদ্ধতিতে নারীরা নিজে থেকে বিবাহবিচ্ছেদের উদ্যোগ নিচ্ছেন। কারণ হিসেবে স্ত্রীরা স্বামীর গোপন বিয়ে ছাড়াও ঘরোয়া সহিংসতাকে দায়ী করেছেন। সেদেশের নারীরা স্বামীদের একাধিক বিয়েকে মেনে নিতে পারছেন না।
জরিপটি বলছে, করোনাভাইরাসের লকডাউনের সময় থেকে ২০২২ সালের বর্তমান সময় পর্যন্ত আগের তুলনায় ডিভোর্সের হার বেড়েছে ৩০ শতাংশ। শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন কর্মজীবী নারীরাই তুলনামূলকভাবে বেশি বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।
২০২২ সালে, বিবাহবিচ্ছেদ এত বেড়েছে যে সেটি প্রতি ঘন্টায় ৭টি ডিভোর্স রেকর্ড হয়েছে। যা প্রতি ১০টি বিয়ের ক্ষেত্রে ৩টি বিচ্ছেদে গড়াচ্ছে।
জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্সের প্রতিবেদন বলছে, ২০২০ সালের শেষ কয়েক মাসে ৫৭ হাজারের চেয়ে বেশি বিবাহবিচ্ছেদের ঘটনা রেকর্ড করা হয়েছে যা ২০১৯ সালের তুলনায় ১২.৭ শতাংশ বেশি। গত ১০ বছরে বিবাহবিচ্ছেদ গড় তুলনা করলে সেটি ৬০ শতাংশের বেশি। ২০১০ সালে ৯২হাজার ৩৩টি ডিভোর্সের মামলা ছিল। ২০১১ সালে হল ৩৪ হাজার কেস হিসেবে রেকর্ড করা হল এবং গত দশ বছরে বিবাহবিচ্ছেদের সেটি অনুপাতে ৬০ শতাংশ।
সূত্র: গাল্ফ নিউজ