এটি শিক্ষকের স্নেহ এমন বুঝিয়ে কয়েকদফা শিশু ছাত্রীকে কয়েকদফা ধর্ষণ করেছে আবাসিক মাদ্রাসা শিক্ষক। এভাবে কয়েকবার ধর্ষণের পর এমন আদরের কথা কাউকে না জানাতে মারধর করে মেরে ফেলার কথাও বলে মাদ্রাসা শিক্ষক মিনহাজুর রহমান। পরে মাকে জানিয়ে দিলে শিশুটির পিতা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। সিদ্ধিরগঞ্জ পুলিশ মামলাটি রেকর্ড করে দ্রুত গ্রেপ্তার করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মিনহাজুর রহমানকে।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার একটি আবাসিক মাদ্রাসায়।
মামলার ঘটনা বর্ণনা করে উইম্যানভয়েসবিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) কামরুল ফারুক।
তিনি জানান, রোববার (৮ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী শিশুর বাবা ঘটনার বর্ণনা দিয়ে নিজে বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলা রেকর্ডের পরই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শিক্ষককে।মামলার বরাত দিয়ে তিনি জানান, আদরের ছুতোয় কয়েক দফা ধর্ষণ করে ওই শিক্ষক। পরে ধর্ষণের কথা গোপন রাখতে শিশুকে ভয় দেখায় সে। শিশুটি মাকে জানালে মা মাদ্রাসায় গিয়ে মৌখিক অভিযোগ দেন। পরে শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, ভিকটিম শিশুটি থানায় এসে জবানবন্দি দিয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।