হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ ঘণ্টায় অস্ত্রোপচার ছাড়া ৬টি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে। গত বুধবার (২৫ মে ২০২২) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৬ মে ২০২২) সকাল ৬টার মধ্যে ৬ জন নবজাতকের জন্ম হল স্বাভাবিক প্রসবের মাধ্যমে।
এমন সাফল্যে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ, কর্তব্যরত মেডিকেল অফিসার, নার্স, মিডওয়াইফসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত।
কর্তব্যরত ডাক্তারেরা জানিয়েছেন প্রসবের পর প্রসূতি ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। হাসপাতালটিতে এর আগে (গত ১০ মে) আরও ৯টি স্বাভাবিক প্রসব নিশ্চিত করা হয়েছিল।