সবচেয়ে কম বয়সের নারী মেয়র হচ্ছেন ভারতের কেরালার ২১ বছর বয়সী আরিয়া রাজেন্দ্রন। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার রাজধানী তিরুঅনন্তপুরম পৌরসভার মেয়র হতে যাচ্ছেন তিনি। আরিয়া রাজেন্দ্রন পড়াশোনা করছেন কেরালার অল সেন্টস কলেজে। এর কয়েক মাস আগে ২৬ বছর বয়সী মেকালা কাভিয়া জওহরনগরের পৌর নির্বাচনে তেলঙ্গানার মেয়র নির্বাচিত হয়েছিলেন। সিপিএম সদস্য কডিয়েরি বালাকৃষ্ণান বলেছেন, আরিয়াকে নির্বাচনের ফলে দলটি লাভবান হবে। ভবিষ্যত বিধানসভা নির্বাচনের জন্যও আরিয়ার কথা ভাবছে দলটি।
মুদাভানমুগল ওয়ার্ড থেকে তিরুঅনন্তপুরম পৌরসভা ভোটে সিপিএম-এর টিকিটে দাঁড়িয়েছিলেন আরিয়া। কাউন্সিলর হিসেবে প্রথমে নির্বাচিত হন তিনি। তিনি বিপক্ষ দল ইউডিএফ প্রার্থী শ্রীকলাকে ২ হাজার ৮৭২ ভোটে হারিয়ে কাউন্সিলর হয়েছেন। জয়ী কাউন্সিলরদের মধ্য থেকে একজনকে মেয়র হিসেবে বেছে নেয় দল। রাজ্যের ক্ষমতাসীন সিপিএম আরিয়াকে মেয়র হিসেবে বেছে নিয়েছে।
জামিলা শ্রীধরনকে প্রথমে মেয়র হিসেবে নিয়োগের চিন্তাভাবনা করেছিল সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। কিন্তু দলের সদস্যরা নতুন কোনো মুখ এবং তরুণ প্রজন্মের কাউকে এই পদে নিয়োগ করার দাবি তোলেন। তার পরই আরিয়ার নাম উঠে আসে।
এ বছরে স্থানীয় প্রশাসনের ভোটে তরুণ প্রজন্মের বহু প্রার্থী দিয়েছিল এলডিএফ। ভাল ফল করেছেন অনেকেই। আসন্ন বিধানসভা নির্বাচনে আরও বেশি করে নতুন প্রজন্মকে দলে টানতে চাইছে এলডিএফ। দলে আরও নতুন প্রজন্ম আসবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও।
আরিয়ার বাবা বীমা কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। মুদাভানমুগল ওয়ার্ডের সড়কের পাশের ছোট একটি একতলা বাড়িতে বাস আরিয়াদের। আরিয়া অল সেইন্টস কলেজের বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
আরিয়া এখন সিপিএমের শাখা সংগঠন বালসংঘমের রাজ্য সভাপতি ও সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর রাজ্য পর্যায়ের নেত্রী।
খবর: মনোরমা অনলাইন (কেরালার সংবাদমাধ্যম)