বলিউডের অস্কার মনোনীত ’লগন’ সিনেমায় আমির খানের বিপরীতে গল্পের দ্বিতীয় নায়িকা ছিলেন রেচেল ইরিন শ্যালে । ‘লগন’ সিনেমায় রেচেলের অভিনয় খুবই প্রশংসা পেয়েছে । এরপর থেকেই বলিউড তাকে ‘গোরি মেম’ নামে চেনে।
ছবিতে তার চরিত্রের নাম ছিল এলিজাবেথ রাসেল। ‘লগন’-এ ইংরেজদের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলেছিল এক কৃষিনির্ভর গ্রামের গ্রামবাসীদের ক্রিকেট টিম। যিনি ‘লগন’ সিনেমায় গ্রামবাসীদের ক্রিকেট খেলায় উৎসাহ জুগিয়েছিলেন ।
গ্রামবাসীদের দলের ক্যাপ্টেন ভুবন চরিত্রাভিনেতা আমির খান। এলিজাবেথ ছিলেন ভুবনের অনুরাগী। সিনেমায় ‘ভুবন’ আমির খানই এলিজাবেথকে ডাকতেন ‘গোরি মেম’ বলে। কিন্তু ‘লগন’-এর পর রেচেলকে আর কোনো বলিউডের সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি।
ইংল্যান্ডে বাড়ি রেচেলের। ২৪ বছর বয়স থেকেই অভিনয় জীবন শুরু।বলিউডে আসার আগে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে সমালোচকদের প্রশংসাও পেয়েছে কয়েকটি। তবে রেচেলকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল বলিউডই। কারণ লগান অস্কারের জন্য মনোনীত হয়েছিল।
আশুতোষ গোয়ারিকর পরিচালিত লগন ছবিতে রেচেলের অভিনয় প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে; কিন্তু তার পরও রেচেল বলিউডে থাকেননি। তার কারণ সুযোগের অভাব? নাকি আগ্রহের অভাব তা অবশ্য স্পষ্ট নয়।
রেচেল এখন কোথায়? তিনি কী করছেন? কেমন আছেন?
একটি সংবাদ সংস্থা জানিয়েছে, রেচেল এখন অভিনয় ছেড়ে প্রযোজনায় মন দিয়েছেন।বর্তমানে তার বয়স ৫২। তবে রেচেল নাকি দেখতে বিশেষ বদলাননি। লগনের ‘গোরি মেম’-এর বয়স বাড়লেও এখনও তিনি মধ্য ৩০-এই আটকে আছেন!
রেচেল ক্যামেরার সামনে থাকা বন্ধ করে দিয়েছেন বহুদিন হলো। তিনি এখন ‘পডডিভা’ নামে একটি পডকাস্ট চালান। যা কিনা অনেকটা রেডিও সম্প্রচারের মতো। ব্রিটেনের একটি টিভি অনুষ্ঠানের প্রযোজনার দায়িত্বেও রয়েছেন রেচেল। রূপান্তরকামীদের হয়ে নিয়মিত প্রচারও চালান ।
তবে এসবের বাইরে তার বাকি সময় কাটে পরিবারের সঙ্গে। সুযোগ পেলেই সরিয়ে রাখেন পেশাদার জীবন। লন্ডনের নটিংহিলে তার ছোট্ট বাড়ি। সেখানেই স্বামী পরিচালক প্রযোজক ম্যাথিউ পারখিল, মেয়ে ইডেন এবং একটি পোষ্যকে অবসর কাটে তার। এরাই এখন রয়েছেন ভুবনের ‘গোরি মেমের’ ভুবনজুড়ে।
তবে রেচেল নেটমাধ্যম বিমুখ নন। একটু খেয়াল করলেই টুইটারে তার দৈনন্দিন জীবনের খোঁজ পাওয়া যাবে। সেখানে মাঝে মধ্যেই নিজের ভালো লাগার বিষয় পোস্ট করেন প্রযোজক অভিনেত্রী।
কিছু দিন আগেই একটি পিৎজার ছবি পোস্ট করেছিলেন। রেচেল যে খেতে দারুণ ভালোবাসেন তা তাকে দেখেই বোঝা যাচ্ছিল সেই ছবিতে। ছোটবেলার ছবিও পোস্ট করেছেন রেচেল। সেই ছবিতে ছোট চুলের রেচেলকে দেখে চেনার উপায় নেই।
রেচেলের ভক্তরা যা জানিয়েছেন
তবে ভক্তরা তার এখনকার ছবি দেখে জানিয়েছেন, রেচেল এখনও একই আছেন।
চাইলে এখনও তাকে বলিউডের নায়িকা করে সিনেমা বানানো যায়। লগন-এর সিকুয়েল হলে ‘গোরি মেম’ চরিত্র থাকবে কিনা জানা নেই। কিন্তু, মন কিছু হলে সেই চরিত্রে এখনও রেচেলকে ভাবা যেতেই পারে।