ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ করা হবে আফগানী নারীদের
আফগান জাতীয় মহিলা ক্রিকেট দলকে নিষিদ্ধ করবে নতুন তালেবান সরকার। কট্টর ইসলামপন্থী গোষ্ঠীর এক কর্মকর্তা বলেন, নারীদের ক্রিকেট খেলাসহ সব ধরণের খেলাধুলা নিষিদ্ধ করা হবে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার এসবিএস কে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবানের সাংস্কৃতিক কমিশনের ডেপুটি হেড আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, ‘নারীদের খেলাধুলার কোন প্রয়োজন বা উপযুক্ততা নেই।’
ওয়াসিক বলেন, “আমি মনে করি না যে নারীদের ক্রিকেট খেলা উচিত। ক্রিকেট খেলায় নারীরা এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারে যেখানে তাদের মুখ এবং শরীর ঢাকা থাকবে না। ইসলাম নারীদের এভাবে দেখার অনুমতি দেয়না। এটি মিডিয়ার যুগ এখন সবখানে ছবি, ভিডিও থাকবে এবং মেয়েদের এসব ছবি মানুষ দেখবে। ইসলাম ও ইসলামী দেশ আফগানিস্তান নারীদের ক্রিকেট খেলতে অনুমতি দিতে চায় না বা এমন ধরনের কোন খেলাধুলায় অংশগ্রহণ করতে দিতে চায় না যেখানে নারীরা প্রকাশ পায়। ”
নতুন তালেবান অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে আজ বুধবার(৮ সেপ্টেম্বর ২০২১) কাজ শুরু করলেও সরকারের কোন পদে নারী নেই। একটি অন্তর্ভুক্ত প্রশাসন গঠনের পূর্বের অনেক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সকল প্রধান পদে প্রতিষ্ঠিত হয়েছে কট্টরপন্থীরা।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট উদ্বেগ প্রকাশ করেছে জানিয়েছে, আফগান নতুন মন্ত্রিসভায় শুধুই তালেবান, কোন নারী নেই এবং যেসব ব্যাক্তিদের ট্র্যাক রেকর্ডে সমস্যা আছে তাদের যুক্ত করা হয়েছে। কিন্তু নতুন প্রশাসনকে তার কাজের মাধ্যমেই বিবেচনা করা হবে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞা সমস্ত পুরুষ শাসিত সরকারের জন্য অশুভ সতর্কবাণী।
আফগানীস্তান নতুন মন্ত্রিপরিষদের ঘোষণার সাথে প্রকাশিত একটি নীতি বিবৃতিতে আফগানিস্তানের প্রতিবেশী এবং বাকি বিশ্বের আশঙ্কা দূর করার চেষ্টা করা হলেও সংখ্যালঘুদের মতো নারীদের বিষয়েও তারা কিছু উল্লেখ করেনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানান, মেয়েদের জন্য বোর্ডের কর্মসূচি ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। তবে মহিলা ক্রিকেট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।