জেল থেকে বেরিয়ে কাজে ফিরেছেন পরিমনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি ও ছোট্ট কয়েকটা কথায় জানান দিলেন তিনি ফিরেছেন কাজে।
‘মুখোশ’ দিয়ে চলচ্চিত্রে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী পরিমনি। তরুণ পরিচালক ইফতেখার শুভর চলচ্চিত্রে শুটিং নয়, ডাবিং দিয়েই যাত্রা শুরু হলো পরিমনির। ঢাকার একটি স্টুডিওতে গত মঙ্গল ও বুধবার ডাবিং করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।
পরিচালক ইফতেখার শুভ নিজের ছবির অভিনয়শিল্পীকে কাজে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আমরা একটু টেনশনে ছিলাম, তবে আত্মবিশ্বাস ছিল। পরিমনির ফেরার খবরটা ভীষণ রকমের ভালো লাগার। কাজের পরিবেশ নিশ্চিত করে পরিমনির ওপর দিয়ে যে মানসিক খারাপ অবস্থা গেছে তা কাজের মাধ্যমেই কাটিয়ে উঠতে তাঁকে সহযোগিতা করা আমাদের সবারই উচিত হবে । নিশ্চই আত্মবিশ্বাসী পরীমনিকে আবারও চলচ্চিত্রে নিয়মিত দেখতে পাওয়াটা আমাদের জন্য আরও বেশি স্বস্তির ও আনন্দের হবে।’
শোনা যায়, প্রথমে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শুটিং হতে পারে। পরীমনির বনানীর বাসায় দেখা করে পরিচালক রশীদ পলাশ ও চিত্রনাট্যকার গোলাম রাব্বানী শুটিংয়ের বিষয়ে আলোচনা করেছেন। নতুন চলচ্চিত্রে অভিনয় দিয়েও শুটিং শুরু করতে পারেন পরিমনি আবার এমনটাও শোনা যাচ্ছে। সামনে আরও শুটিংয়েও অংশ নিতে পারেন পরীমনি।