বিবাহ বিচ্ছেদ ও দ্বিতীয় বিয়ের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে বুলিয়িং ও ট্রলের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি।
৪১ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, ‘সমাজ নারীর জন্য কঠোর ও নিয়ন্ত্রক। কী কী ঘটনার মুখোমুখি হতে হয় না নারীকে। নারী হবে শান্ত, লাজুক ও চুপ করে থাকা প্রাণিবিশেষ। স্টেরিওটাইপ এই চিন্তার বাইরে গেলেই নারীকে শুনতে হয় অনেক কথা। সোশ্যাল মিডিয়া ট্রল দিয়ে নারীকে অপমান করা আমাদের সমাজেরই একটা চিত্র৷ এগুলো অসুস্থ সমাজেরই আয়না।’
কাম্যা পাঞ্জাবি বলেন, ‘দ্বিতীয় বিয়ের পর আমি এমন কঠোর বাস্তবতার মুখোমুখি হয়েছি। আমি বিচ্ছেদের পর সিংগেল মা হয়ে যখন জীবনযাপন করছিলাম তখনও ওই সমাজ শান্তিতে থাকতে দেয়নি। দ্বিতীয়বার বিয়ের পর আবারও ট্রলড হলাম।’
তিনি বলেন, কেউ কেউ মন্তব্য করেন এভাবে ‘আমাদের পরিবারে বিচ্ছেদ ঘটে না’, ‘বিবাহবিচ্ছেদ খুব বেদনাদায়ক শব্দ’, ‘ভগবান কাউকে এমন না করুক। ’
কাম্যা বলেন, যদি কারও তালাক হয় বা সিংগেল মা হয়, এই লোকগুলো তাকে সমালোচনার ধারালো শব্দ দিয়ে চিরে ফেলবে। ওই সিংগেল মা যদি নতুন জীবন শুরু করতে চায় তবে তারা ট্রলড হবেন।
‘যদিও এটি আমাকে আরও শক্তিশালী করে তোলে। আমি আজ কোথায় আছি এবং আমি কাজ করছি তা দেখুন। আমি বরং উল্টো সুরে আওয়াজ তুললাম- আমার জীবন আবার শুরু করতে পারি না? বা আমি আবার বিয়ে করতে পারি না ?’
কাম্যা পাঞ্জাবি ভারতীয় টিভি সিরিয়ালে নেগেটিভ রোল করে অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন। তিনি এখন শক্তি নামের টিভি সিরিয়াল করছেন যেটির কাহিনি এগিয়েছে তৃতীয় লিঙ্গের মানুষের সাথে পুরুষের প্রেম ও সংসার ঘিরে। কাম্যা পাঞ্জাবি সেখানে কঠোর দাদির ভূমিকায় অভিনয় করছেন।
২০০১ সালে হরর টিভি সিরিয়াল ‘কই হ্যায়’ দিয়ে তিনি অভিনয়ে আসেন। এরপর থেকে এই পর্যন্ত তিনি অনেক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। ভারতীয় চ্যানেল জিটিভির ‘বনো মে তেরি দুলহান’ সিরিয়ালে সিন্দুরা নাম দিয়ে বেশি পরিচিত তিনি। বিগ বস ৭ ও ১৩ সিজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার অভিনীত টিভি সিরিয়ালগুলো হল কই হ্যায়, কেহতাকে দিল, ক্যিঁউ হোতাহে প্যায়ার, পিয়া কা ঘার, কামমাল, অস্তিভা- এক প্রেম কাহানি, ক্যায়া হাডসা, ক্যায়া হাকিকতে, র্যাত, উহ্ রেহনেওয়ালী মেহলোকি, বানো মে তেরি দুলহান, আমবার ধারা, জিত যায়েঙ্গে হাম।
উল্লেখ্য, প্রথম স্বামী বান্টি নেগির সাথে কাম্যা পাঞ্জাবির বিয়ে হয়েছিল ২০০৩ সালে। তাদের ঘরে একটি মেয়ে আছে। ১০ বছর সংসার করার পর বান্টি নেগির সাথে তালাক হয়ে যায় ২০১৩ সালে। এরপর টিভি অভিনেতা কারান পাটেলের সাথে সম্পর্কে জড়ালেও তা বিয়ে অবধি গড়ায়নি। ২০১৫ সালে সে সম্পর্ক ভেঙ্গে যায়। দিল্লীভিত্তিক অভিনেতা শালাব ডাংয়ের সাথে ৭ মাসের প্রেমের পর তারা বিয়ের পিঁড়িতে বসে পড়েন ২০২০ সালের ১০ ফেব্রুয়ারিতে।