পটিয়ায় স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে ফেরার পথে নববধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি ধর্ষক আবু তাহের মন্টু (৩০) কে গ্রেফতার করেছে র্যাব। ঘটনার প্রায় তিন মাস পর গতকাল বুধবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ইপিজেড সল্টগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাকৃত আসামি মন্টু তার অন্যান্য সহযোগীদের নিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।
এর আগে ওই ঘটনার সাথে জড়িত পটিয়া কোলাগাঁও ইউনিয়নের ফোরকান মাঝির ছেলে জুয়েল (২৮) ও একই এলাকার ছাত্তারের ছেলে মিন্টু (৩৩) কে গ্রেফতার করে র্যাব। তারা দুজনই ধর্ষণের ঘটনায় পটিয়া থানায় দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামি। এ পর্যন্ত এ মামলায় প্রধান আসামি সহ গ্রেফতার হয়েছে তিনজন। মামলার অন্য আসামি কোলাগাঁও ইউনিয়নের খায়ের উল্লাহ সওদাগরের বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে হান্নান (৩২) এখনো পলাতক রয়েছে।

প্রসঙ্গত, বিয়ের তিন দিন পর বাপের বাড়ি থেকে ফেরার পথে কোলগাঁও বড়ুয়া পাড়ায় স্বামীকে আটকে রেখে নববধূকে চার যুবক দলবেঁধে ধর্ষণ করে। ঘটনা ৭ জুনের হলেও লোকলজ্জার ভয়ে ঘটনা কাউকে জানাননি ওই নববধূ ও তার পরিবার। পরে ১৪ জুন পটিয়া থানায় চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।
পুলিশ বলছে, ধর্ষণের শিকার ওই নারী এবং অভিযুক্তরা প্রতিবেশী। বিয়ের আগে থেকেই ওই নারীকে অভিযুক্তরা উত্যক্ত করত। ৭ জুন রাতে পটিয়ার নিজ বাড়ি থেকে বোয়ালথালী উপজেলায় তার শ্বশুর বাড়িতে যাওয়ার পথে স্বামীকে আটকে রেখে দলবেঁধে ওই নারীকে ধর্ষণ করে চার যুবক।