পরকীয়ায় রাজি না হলে বিবাহিত নারীকে কোপাল প্রেমিক
পরকীয়া প্রেমে রাজি না হওয়ায় ভালোবাসা দিবসে নারায়ণগঞ্জে তিনজনকে কুপিয়ে আহত করেছে পরান নামের এক ব্যক্তি। তাকে গ্রেপ্তারের আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি)দুপুরে ঢাকার কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ঘাতক পরান (৪২) দীর্ঘদিন ধরে প্রতিবেশী ইয়াসমিনকে (৩৫) পরকীয়ায় রাজি করাতে উত্যক্ত করে আসছিল। ইয়াসমিন বিবাহিত ও তার নবম শ্রেণি পড়ুয়া মেয়ে আছে। পরানের এ অসামাজিক আচরণে তার রুমমেট বাবু তাকে বাধা দেয়। বাবু বিষয়টি জানিয়ে বাড়িওয়ালাকে বিচার দিলে বাড়িওয়ালা ভাড়াটিয়া পরানকে বাসা থেকে বের করে দেন। সেই ক্ষোভ থেকে পরান বাবুকে হত্যার পরিকল্পনা করেন।
পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরান চাপাতিসহ বাবুর উপর হামলা করতে আসেন। এলোপাথাড়ি কোপানোর এক পর্যায়ে ইয়াসমিন ও তার মেয়ে বাধা দিতে এলে পরান প্রথমে ইয়াসমিনের মাথায় চাপাতি দিয়ে কোপানো শুরু করেন। একই সময় ইয়াসমিনের নবম শ্রেণী পড়ুয়া মেয়ের হাতেও আঘাত করে পালিয়ে যান পরান। এখন পর্যন্ত বাবু ও ইয়াসমিন আহতাবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তারা সবাই ঢাকার যাত্রাবাড়ির শনির আখড়া এলাকায় শেখদি নামক জায়গায় বাসা ভাড়া করে থাকেন।