– ৯ মাসের বেবি বাম্প নিয়ে এক মাইলের দৌঁড় ম্যাকেনা মাইলরের।
– নিয়মিত চর্চা রাখা অ্যাথলেট হওয়ায় আপত্তি করেননি ম্যাকেনার চিকিৎসকও।
নয় মাসের অন্তঃসত্তা মার্কিনি নারী ম্যকেনা বাজি ধরেছিলেন স্বামীর সাথে। বাজির বিষয় ছিল ছিল ম্যকেনা ঠিক সাত মিনিটে মাইল পেরুতে পারেন কী না?
সেই বাজিকে বাস্তবে রূপ দিতে যুক্তরাষ্ট্রের উতাহ স্টেটের ২৮ বছর বয়সী ম্যকেনা নয় মাসের বেবি বাম্প নিয়ে ৫ মিনিট ২৫ সেকেন্ডে এক মাইল দৌঁড়ে চমকে দিলেন সবাইকে। ম্যাকেনার স্বামী মাইক পাশে থেকে তাকে তাকে চিয়ার করছিলেন। পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দি করে টিকটকে পোস্ট করেন ম্যাকেনার স্বামী মাইক।
২৮ বছর বয়সী ম্যাকেনা মাইলর একজন পুরোদস্তুর অ্যাথলেট। তিনি ছোটবেলা থেকেই প্রতিযোগিতামূলকভাবে দৌঁড়ে অংশ নিতেন। গর্ভাবস্থায়ও তিনি খেলার চর্চা ও ব্যয়াম ধরে রেখেছিলেন।
বাজির শুরুটা হয়েছিল ম্যাকেনার গর্ভাবস্থার শুরুতেই। দ্বিতীয় মাসে স্বামী মাইক বাজিতে রাজি হলেন। কথা হল যে নয় মাসের গর্ভাবস্থায় সাত মিনিটে ম্যকেনা মাইলর এক মাইল দৌঁড়াতে পারবেন কী না?
ম্যাকেনার স্বামী মাইক বলেন, ‘আমাদের কারোই কোন ধারণা ছিলো না গর্ভাবস্থায় কি আশা করা উচিত। আমরা সবসময় শুনেছি এমন অবস্থায় কর্মবিরতি জরুরি। কিন্তু সে তার প্রশিক্ষণ অব্যাহত রাখতে চাইত। আমি তাকে উৎসাহ দিতে বাজি ধরেছিলাম।’
ম্যকেনা বলেন, ‘আমি চেয়েছিলাম গর্ভধারণের নয়মাসে সাত মিনিটে এক মাইল দৌড়াব। দ্বিতীয় মাসে মাইক রাজি হয়েছিলো বাজির জন্য। আমার খুব ইচ্ছেও ছিল। মাইক আমার জন্য ১০০ ডলারের পুরষ্কার ধার্য করে ও বাজিতে এক মিনিট অতিরিক্ত সময় দেয়।’
ম্যাকেনা আরও বলেন, ‘আমি কাজের মধ্যে থাকি ও চর্চায় থাকি এটি চেয়েছিলেন আমার চিকিৎসকও। চর্চা থাকায় চিকিৎসক আমার কাজে কোন অমত করেননি।’
ম্যাকেনা বলেন, আমার পরিবার আমার কাজের চেয়ে টিকটকের ভিডিও দেখে খুশি হয়েছে। তবে আমি মনে করি আমার মাইল পেরুনোর পুরো সফলতাটি সম্ভব হয়েছে স্বামী মাইকের সুন্দর দৃষ্টিভঙ্গীর কারণে।
ম্যকেনা বলেন, আমি আশা করি এটি অন্যান্য সকল নারীদের উৎসাহিত করবে। টিকটকের একটি দৌড়ের ভিডিও দিয়ে আমি অন্যান্য অন্তঃসত্তা নারীদের কাছে অনুপ্রেরণা হয়েছি।’