বলিউডের সিনেমা ‘হিন্দি মিডিয়াম’ নায়িকা হিসেবে পরিচিত পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার এর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে লাহোরের জেলা আদালত। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর ২০২১) লাহোর জেলা আদালত অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে।
সাবার বিরুদ্ধে পাকিস্তানের লাহোর জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জোয়ারিয়া মুনির ভাট্টি গত বুধবার (৮সেপ্টেম্বর ২০২১) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পাকিস্তানের লাহোরের ঐতিহ্যবাহী উজির খান মসজিদে নাচের দৃশ্য শুট করার অভিযোগ ছিল সাবা কামারের বিরুদ্ধে। সাবাকে আদালতের তরফ থেকে বার বার নোটিস পাঠানো হলেও, তিনি মামলার শুনানির দিন হাজিরা দেননি।
সাবা কামার আজ শুক্রবার আদালতে হাজির হয়ে আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের অনুরোধ করেন। সাবা আদালতের কাছে ক্ষমা চেয়ে বলেন, তারা নির্দোষ এবং আইন মেনে চলা নাগরিক। মসজিদে তারা একটি নিকাহর শুটিং করেছেন। এই শুটে আলাদা করে কোনও আবহ সঙ্গীত ব্যবহার করা হয়নি।
সাবাকে আগামী ৬ অক্টোবর নির্ধারিত পরবর্তী শুনানিতে হাজির হওয়ার এবং৩০,০০০ টাকার ব্যক্তিগত জামিনপত্র জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
সাবার আইনজীবীর মতে, সাবার বিরুদ্ধে এফআইআরটি ভিত্তিহীন ও সত্যের বিপরীত। কারণ মসজিদে কোন নৃত্য বা সঙ্গীত পরিবেশন করা হয়নি। সাবা নির্দোষ, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাবাকে মামলায় জড়িত করা হয়।
পাকিস্তানের পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় সাবা কামার। ইরফান খানের সঙ্গে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়াতেই দারুণ অ্যাক্টিভ সাবা। বার বার নানা কারণে বিতর্কেও এসেছেন এই অভিনেত্রী। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ কান্দিল বালোচের বায়োপিকে অভিনয় করে বিতর্কের মুখে পড়ে ছিলেন সাবা। এমনকী, সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকিও পেয়েছিলেন সাবা।