‘পার্লারকর্মীকে জোর করে যৌনকর্ম করান গাজীপুরের নারী কাউন্সিলর’
মোটা বেতনের আশ্বাস দিয়ে পার্লারে কাজ দেওয়ার পর নারীকে জোর করে পাঠানো হত যৌনকর্মে। মেয়েদের প্রথমে প্রলোভন দেখিয়ে পরে জিম্মি করে দেহ ব্যবসায় নামাতেন তিনি। এমন জঘন্য অভিযোগটি উঠেছে ঢাকার গাজীপুরের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীর বিরুদ্ধে। গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পুলিশ বিউটি পার্লার থেকে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করেছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে মামলা হয়েছে বলে তথ্য দিয়েছে পুলিশ।
ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানিয়েছে, ভালো বেতনের আশ্বাসে তাকে নিজের মালিকানাধীন পার্লারে চাকরি দিয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। পরে তাকে পার্লারে কাজের বদলে বিভিন্ন সময়ে পাঠানো হতো দেহ ব্যবসায়। মেয়েদের জিম্মি করে এই ব্যবসা করাতো বলে দাবি ভুক্তভোগী ওই কিশোরীর।
খবর পেয়ে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযুক্ত কাউন্সিলরের মালিকানাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতা মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসা শেষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে, বাসন থানায় রোজী ও নুরুল হকের নাম উল্লেখসহ অন্য আরো ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরী।
এ বিষয়ে জানতে বহুবার অভিযুক্ত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, এসবের কিছুই জানেন না তিনি। (ডিবিসি নিউজ)
এদিকে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়ে বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক জানান, আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে।
উল্লেখ্য, ভুক্তভোগী ওই কিশোরী দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন। তার বাড়ি নেত্রকোনায়। গাজীপুরে কোন আত্মীয় স্বজন না থাকায় অভিযুক্ত কাউন্সিলরের ভাড়া বাসায় থাকতেন তিনি।