করোনায় সারাদেশে আজ একদিনে নারী মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় পুরুষের চেয়ে নারীর মৃত্যুর হার প্রায় দ্বিগুণ হয়েছে। সারাদেশজুড়ে গত ২৪ ঘন্টায় মোট ৫৬ জনের মৃত্যুর মধ্যে নারী মৃত্যুর সংখ্যা ৩৭ জন ও পুরুষের সংখ্যা ১৭ জন। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ২০২১) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ৫৬ জনের মধ্যে বয়স তিরিশের বেশী ৩জন, চল্লিশের বেশী বয়সী ৬ জন, পঞ্চাশের বেশী ২০ জন, ষাটের বেশী ১১ জন, সত্তরের বেশী ৯ জন, আশির বেশী ৬ জন ও ৯০ বছরের বেশি বয়সী রয়েছেন ১ জন।
বিভাগীয় হিসাবে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৬জন, বরিশালে ৪ জন, সিলেটে ৫ জন, রংপুরে ২ জন ও ময়মনসিংহ বিভাগে মৃত্যু হয়েছে ১জনের।
বিজ্ঞপ্তি অনুযায়ী, একই সময়ে করোনা ভাইরাসে (কোভিড-১৯) নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে দুই হাজার ৬৩৯ জন। সব মিলিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন। সরকারি-বেসরকারি ৭৯৯টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২৩৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ।
গত বছরের ৮ মার্চ থেকে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর এই পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন। সুস্থতার হার ৯৫ দশমিক শূন্য ১১ শতাংশ।