বাড়িতে ঢুকে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টায় হাতেনাতে ধরা পড়ে গণপিটুনি খেল এক রিকশাচালক। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। প্রতিবন্ধী কন্যা শিশুটির বয়স ৭ বছর। ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩০ বছর বয়সী শিমুল নামের ওই ধর্ষক এখন পুলিশি হেফাজতে।
শিমুল ভোলা জেলার দৌলতখাঁ’র দুদু মিয়ার ছেলে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার বড়দারোগার হাট এলাকার একটি বাড়িতে প্রবেশ করে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় শিমুল। ৭ বছর বয়সী কন্যা শিশুটি ভয়ে চিৎকার করলে এলাকাবাসীরা হাতেনাতে ধরে ফেলে শিমুলকে। উত্তেজিত জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুমন বনিক বলেন, লোকজন শিমুল নামের এক ব্যক্তিকে ধর্ষণ চেষ্টাকালে আটক করে থানায় দিয়েছে। উপস্থিত স্থানীয়রা পিটুনি দেওয়ার তাকে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।