প্রেমিকের সাথে বেড়াতে গিয়েছিলেন তরুণী। রাত গভীর হতেই কৌশলে হাজির হয় প্রেমিকের তিনবন্ধু। সেখানে প্রেমিকসহ চারজনের হাতে ধর্ষণের শিকার হন পোশাককর্মী। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরের বন্দর থানার সাগর পাড়ের আউটার রিং রোডে।
পুলিশ রোববার (১ অক্টোবর) গভীর রাতে বিধ্বস্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করলে ওই তরুণী প্রেমিকসহ চারজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। তাদের মধ্যে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল প্রেমিক শফিকুল ইসলাম, প্রেমিকের বন্ধু বাদশা ও শাহীন
তরুণীর অভিযোগের পর সোমবার সারাদিন অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলায় অভিযুক্ত জোবাইর নামে একজনকে পলাতক রয়েছেন।
সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি নিজাম উদ্দিন উইম্যানভয়েসবিডিকে বলেন, ‘গতকাল গভীর রাতে পুলিশের টহল টিম হালিশহর এলাকা থেকে এক পোশাককর্মীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। থানায় এসে তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে জানান। আমরা সাথে সাথেই তাকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই।’
ওসি নিজাম উদ্দিন আরও বলেন, ‘সোমবার সারাদিন অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ও ভিকটিমের বক্তব্য পরস্পরবিরোধী পাওয়া গেছে। আসামিরা দাবি করে পোশাককর্মী ওই নারী টাকার বিনিময়ে স্ব-ইচ্ছায় সহবাসে লিপ্ত হয়েছিলেন। অন্যদিকে ভিকটিম জানায়, চারজনের মধ্যে শফিকুলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বাকি তিনজনের সাথে তার পরিচয়ও ছিল না। বেড়াতে যাওয়ার নাম করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে গণধর্ষণের শিকার বানানো হয়।’
থানা হেফাজতে তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পরবর্তী তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেককে ৫দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান ওসি।