বেতন হাতে দিলে ব্যক্তিগত গাড়িচালক তা সংসার খরচে না দিয়ে নষ্ট করে ফেলতে পারে। তাই বেতনের টাকা চালকের স্ত্রীর হাতে তুলে দিতে চেয়েছেন নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার এক কাউন্সিলরের ভাই পাপ্পু খন্দকার। গাড়িচালক বেতনের টাকা নিতে স্ত্রীকে নিয়ে এলে তাকে বেঁধে রেখে ধর্ষণ করেন পাপ্পু খন্দকার। অক্টোবরের ২৬ তারিখে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়ে থানায় ধর্ষণের অভিযোগ করেছেন ভিকটিম নারী ও তার গাড়ি চালক স্বামী। ঘটনাটি ঘটেছে ননরসিংদীর পলাশ থানা এলাকায়।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পলাশ থানায় এ অভিযোগ করেছে ভিকটিম নারীর পরিবার। তবে এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পলাশ থানায় এ অভিযোগ করেছে ভিকটিম নারীর পরিবার। তবে এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।
ভিকটিমের অভিযোগ সূত্রে জানা যায়, ঘোড়াশাল পৌরসভার এক কাউন্সিলরের ভাই অভিযুক্ত পাপ্পু খন্দকার। গত ৪-৫ দিন আগে তার গাড়ি চালকের মাসিক বেতন দেওয়ার কথা ছিল। বেতনের টাকা চালক নষ্ট করে ফেলবে এই অজুহাত দেখিয়ে চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন গাড়ির মালিক পাপ্পু খন্দকার। পরে মালিকের কথা অনুযায়ী চালক তার স্ত্রীকে নিয়ে আসেন। ওই সময় পাপ্পু খন্দকার চালককে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করেন।
এদিকে এ বিষয়ে জানতে নরসিংদীর পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিনকে ফোন করা হলে তিনি জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে ওই গৃহবধূর পরিবারের লোকজন থানায় আছেন। তাদের কথা শোনা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। ঘটনাটির প্রাথমিক তদন্ত শেষে কয়েকঘণ্টার মধ্যে মামলা দায়ের হতে পারে বলে তিনি জানান।