আপনি বা আপনার চেনা অনেকেই আছে যারা ব্যয়াম করেন। নিজেকে ফিট রাখতে ধর্না দেন নগরের শরীর চর্চা কেন্দ্রে। জিম থেকে ফিরে বা জিমে থাকতেই তাদের শরীরচর্চার ছবি ফেসবুকে বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে যারা তাদের মানসিক রোগী বলছেন চিকিৎসকরা।
সম্প্রতি লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয় একটি গবেষণা পরিচালনা করেছে মানুষের এমন সোশ্যাল অ্যাকটিভিটির ওপর। তারা গবেষনায় খতিয়ে দেখতে চেয়েছেন কেন মানুষ এমন করে।
তাদের মতে, একটি কারণ মানুষ তার শারীরিক সৌন্দর্য সামাজিক সাইটে প্রকাশের জন্য অস্থির হয়ে থাকে। এছাড়াও শরীরের এই পরিবর্তনের পেছনে কতোটা সময় ব্যয় হয়েছে এটাও তারা জিমে তোলা ছবির মাধ্যমে বন্ধুদের জানাতে চান।
আর গবেষণায় আরও জানানো হয়েছে, দ এ ধরনের স্ট্যাটাসে অন্যান্য পোস্টের চেয়ে বেশি লাইক পান তারা। ফিটনেস রুটিন সম্পর্কিত ফেসবুক পোস্ট আপডেটে বন্ধুদের মনোযোগ আকর্ষণ করা সহজ।
ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ড. মার্শাল মনে করেন, যারা এমন পোস্ট প্রায়ই করে থাকেন তাদের মূল লক্ষ্যই থাকে আত্মপ্রচার। লাইক-কমেন্ট বেশি-বেশি পাওয়া তখন পরিণত হয় এক ধরনের নেশায়।
ড. মার্শাল দৃঢ়তার সঙ্গেই দাবি এটি একটি মারাত্মক মানসিক ব্যাধি।