কেউ কাউকে চেনেন না, স্ত্রীও নন তিনি তবুও অচেনা পুরুষের বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে দিলেন শামসুন্নাহার নামের এক নারী। ওই মামলায় অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়ে একমাস জেল খাটেন। পরে জানা গেল মাত্র ১ হাজার টাকার জন্য কাবিননামা তৈরি করে অচেনা পুরুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিলেন শামসুন্নাহার।
২০১৯ সালে দায়ের করা ওই মামলা মিথ্যে প্রমাণ হওয়া ও জাল কাবিননামা তৈরির দায়ে শামসুন্নাহার (৩০) নামে ওই নারীর ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক কামরুন্নাহার এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালে ময়মনসিংহের আবদুল হান্নানের বিরুদ্ধে যৌতুকের দায়ে নির্যাতনের অভিযোগ এনে শামসুন্নাহার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এ নালিশি মামলা দায়ের করেন। এতে ওই বছরই গ্রেপ্তার হন হান্নান নামের এক ব্যক্তি। ওই মিথ্যা মামলায় এক মাস জেল খাটেন হান্নান।
মামলাটির অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। মামলার বাদি শামসুন্নাহার আদালতে হাজির হয়ে জানালেন, মামলার আসামি আবদুল হান্নানকে চেনেন না তিনি। হান্নান তার স্বামীও নন। এতে হান্নানকে অব্যাহতি দেন আদালত। একইসঙ্গে হান্নানের আবেদনে শামসুন্নাহারের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় শামসুন্নাহারকে দুই বছরের জেল দিয়েছেন আদালত।
মিথ্যা মামলার শিকার হান্নান বলেন, মামলায় স্ত্রী দাবি করা শামসুন্নাহারকে তিনি চেনেননা। অথচ মিথ্যা মামলায় এক মাস জেলও খাটতে হল তাকে। অন্যদিকে শামসুন্নাহারেআদালতকে জানান, অন্যের প্ররোচনায় যৌতুকের মিথ্যা মামলা করেছিলেন। এজন্য মাত্র ১ হাজার টাকা পেয়েছিলেন তিনি।