ময়মনসিংহের জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর দারুত তাক্কওয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির নিখোঁজ তিন ছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ বুধবার ( ১৫সেপ্টেম্বর ২০২১) নিখোঁজ এক ছাত্রীর পরিবার মামলা দায়ের করেছে। গত দুইদিন আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ওই মাদ্রাসা থেকেই নিখোঁজ হয় ছাত্রীরা। নিখোঁজের দিন রাতেই জিজ্ঞাসাবাদ করার জন্য মাদ্রাসার চার শিক্ষককে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, দ্বিতীয় শ্রেণীর তিনজন মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ঘটনা তদন্ত করতে পুলিশ নিখোঁজের রাত সোমবার (১৩ সেপ্টেম্বর) মাদ্রাসাটিতে অভিযান চালায়। অভিযানে মাদ্রাসা তল্লাশিসহ মাদ্রাসার সব শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। আলাদা করে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই থানায় নিয়ে আসা হয় চার শিক্ষককে। গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সারা দিন ওই চার শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য আটক চার মাদ্রাসা শিক্ষককে।
গ্রেপ্তারকৃতরা হলেন, দারুত তাক্কওয়া মহিলা মাদ্রাসার পরিচালক মো. আসাদুজ্জামান, সহকারী শিক্ষক ইলিয়াস আহম্মেদ, রাবেয়া বেগম ও শুকরিয়া পারভীন।
জামালপুর (ইসলামপুর সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, নিখোঁজ তিন ছাত্রীকে উদ্ধারের কাজে পুলিশ তৎপর আছে। বিভিন্ন ক্লু ধরে পুলিশের একাধিক দলকে উদ্ধার কাজে নামানো হয়েছে। আটক ওই চার শিক্ষককেও সারা দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ তেমন কোনো তথ্যই পাওয়া যায়নি।
মামলার জিডি থেকে জানা যায়, গত রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ ওই তিন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মহিলা মাদ্রাসার অন্য আবাসিক শিক্ষার্থীর সঙ্গে একটি রুমে ঘুমিয়ে পড়ে। পরেরদিন সকালে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে সব ছাত্রীদের জাগিয়ে দেওয়া হয়। সবার সাথে নিখোঁজ ওই ছাত্রীরাও নামাজ পড়ার প্রস্তুতি নেয়। তারপর থেকেই তারা নিখোঁজ হয়। পরে তাদের পরিবারকে বিষয়টি জানানো হলে ওই দিন বিকেলেই ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।