রাজশাহীর সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাতে নিজের স্ত্রীকে অপহরণ করে হাত-পা বেঁধে নাটুয়াপাড়ার নির্জন চর কাশবনে ফেলে দিয়েছেন স্বামী। স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার কারণে এমন জঘন্য ঘটনা ঘটিয়েছেন বলে জানালেন উদ্ধারকৃত গোলাপী (৩২)। গোলাপির স্বামীর নাম মাসুদ। তার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলার ভবানীগঞ্জের নন্দীপাড়া গ্রামে।
গোলাপী বলেন, ‘আমার স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এ কারণে আমার স্বামী আমাকে অনেকদিন থেকে অত্যাচার করে আসছিলেন। গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর ২০২১) রাতে আমার স্বামী ও তার চাচা মিলে আমার হাত-পা বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে যান। একটা নৌকায় এনে আমাকে অনেক মারধর করেন। এরপর আমার শরীরের সব কাপড় খুলে নিয়ে নাটুয়াপাড়ার কাশবনের চরে ফেলে দিয়ে চলে যান। আমি এমন নিষ্ঠুর নির্যাতনের বিচার চাই।’
গোলাপিকে উদ্ধারকারী চাঁন মিয়া জানান, রোজকারমত শনিবার (১১ সেপ্টেম্বর ২০২১) ভোরে ফজল, ভোলা ও রশিদসহ আমরা কয়েকজন চরে ঘাস কাটতে গেলে সেখানে নৌকার মাঝির ডাক শুনতে পাই। কাছে গিয়ে দেখি বিবস্ত্র এক নারী, তার হাত-পা বাঁধা। আমরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার বলেন, বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। মেয়েটির অভিভাবকদের সাথে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।