পটুয়াখালীর কলাপাড়ায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১২) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে । এ ঘটনায় ওই কিশোরীর মা কলাপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত আসামির নাম আফজাল খান ( ৪৫)। পেশায় একজন অটোরিকশাচালক।
বৃহস্পতিবার(৭ এপ্রিল ২০২২) রাতে পৌর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কাংকুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত অটোরিকশাচালকে গ্রেফতার করে পুলিশ ।
মামলা সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী কিশোরীর বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হয়ে যায়। পরে সে তার মায়ের সঙ্গে নানাবাড়ি থকতো। আফজাল মেয়েটির সম্পর্কে চাচাতো নানা। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। তাই বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতেন।
স্ত্রী বাড়িতে একা থাকে বলে প্রায় সাত মাস আগে তার সঙ্গী হিসেবে ওই কিশোরীকে তাদের বাড়ি নিয়ে আসেন আফজাল।
গত বছরের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত সুযোগ বুঝে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন আফজাল। এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি-ধামকিও দেন তিনি। তবে কিছুদিন পর মেয়েটির শারীরিক গঠন পরিবর্তন দেখে তার মায়ের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে মেয়েটি তার মাকে ঘটনার সবকিছু জানায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজকে আদালতে পাঠানো। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষা জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।